Top

Welcome To Official Website Of Aid For Men

সঙ্গীতশিল্পী মিলাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সঙ্গীতশিল্পী মিলাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

By: শাওন আহমেদ (ডেস্ক রিপোর্ট) || Date: 12 Jun 19

সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী বৈমানিক এস এম পারভেজ সানজারি ওপর এসিড হামলায় মিলা ও তার সহকারী পিটার কিমের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এইড ফর মেন নামের একটি সংগঠন। বুধবার (১২ জুন) সানজারির পক্ষে তার ভাই এইড ফর মেন নামের সংগঠনটিকে নিয়ে এই মানববন্ধনের আয়োজন করেন।

সানজারির ভাই আলামিন খান বলেন, মিলার নির্দেশে আমার ভাইয়ের ওপর অ্যাসিড ছুঁড়েছে তার সহকারী কিম। তার হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আমার ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো নিয়মিত হুমকি দিয়ে আসছে মিলার লোকজন। তাদের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি।

এইড ফর মেনের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নাদিম বলেন, হামলার ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যা চরম হতাশাজনক। সানজারি শুধু পুরুষ হওয়ার কারণে সুষ্ঠু বিচার পাচ্ছেন না।