Top

Welcome To Official Website Of Aid For Men

ধর্ষন মামলায় আরো কিছু বিধি সংযোজনের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশন এর আবেদন

ধর্ষন মামলায় আরো কিছু বিধি সংযোজনের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশন এর আবেদন

By: Shawon Ahmed (News Desk) || Date: 11 Oct 20

দেশে আলোচিত ধর্ষন সংশ্লিষ্ট  আইনের সংশোধনীর ক্ষেত্রে মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিকে হয়রানিকৃত বাদীর শাস্তি সহ বেশ কয়েকটি বিষয়ে বিবেচনার জন্য দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন।  সেই প্রেক্ষিতে আজ ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ ডাকযোগে মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, আইনমন্ত্রনালয়ের দুই সচিব ও মহিলা ও শিশু মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত আবেদন প্রেরণ করেন।

আবেদনে ধর্ষনের শাস্তির মাত্রা বৃদ্ধি করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বেশ কিছু বিষয় বিবেচনার দাবি জানানো হয়। এতে  নির্দোষ বা নিরীহ ব্যাক্তি যেন মিথ্যা ধর্ষণ মামলায় হয়রানীর শিকার না হয় সেই মর্মে যথাযথ বিধান এবং মিথ্যা ধর্ষণ মামলা দায়েরকারীদের বিরুদ্ধে মূল অপরাধের সমপরিমান শাস্তির  বিধান অন্তর্ভুক্ত করা, প্রাপ্ত বয়স্কনারী কর্তৃক বিবাহের প্রলোভনে পড়ে বা  অন্য কোনভাবে  প্ররোচিত হয়ে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করা হলে তার জন্য নারী ও পুরুষ উভয়ের জন্য আলাদা একটি অপরাধ সংজ্ঞায়িত করে উভয়ের জন্য শাস্তির ব্যবস্থা করে বিষয়টি ধর্ষণের আওতাভুক্ত না রাখা, ধর্ষণের সংজ্ঞাকে লিঙ্গ নিরপেক্ষ করা এবং শিশু ধর্ষণ এবং নারী ধর্ষণকে আলাদা আলাদা ভাবে সংজ্ঞায়িত করে আলাদা আলাদা ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে এই আবেদন করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম।