By: Newsdesk || Date: 16 Oct 20
বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেছেন পুরুষ নির্যাতন নিয়ে কাজ করা ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই অবস্থান কর্মসূচীতে অংশ নেন রিফাতের বাবা। এসময় নিহত রিফাতের বাবা আবদুল্লাহ হালিম দুলাল শরিফ বলেন, আমার আদালতের প্রতি আস্থা রয়েছে। আমরা আশাবাদী সব আসামির ফাঁসির রায় দেওয়া হবে। এদিকে রিফাত হত্যা মামলার রায়ের অপেক্ষায় উৎসুক মানুষের ভিড় দেখা গেছে আদালত পাড়ায়। এইড ফর মেন ফাইন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, "আমরাও আশাবাদী সব আসামিদের দৃষ্টান্তমূলক রায় দেবেন আদালত"।
১৯শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস
19 Nov 20