Top

Welcome To Official Website Of Aid For Men

‘নারী নির্যাতন ও যৌতুকের’ মামলায় তদন্ত ছাড়া গ্রেফতার বন্ধের দাবি

‘নারী নির্যাতন ও যৌতুকের’ মামলায় তদন্ত ছাড়া গ্রেফতার বন্ধের দাবি

By: বাংলা ট্রিবিউন রিপোর্ট || Date: 19 Nov 22

বিশ্ব পুরুষ দিবসে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে এইড ফর মেন ফাউন্ডেশন। দিবসটি পালনে শনিবার (১৯ নভেম্বর) রাজধানীতে সাইকেল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জড়ো হয়ে বেলুন উড়িয়ে ও সাইকেল র‌্যালির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন হয়। সাইকেল শোভাযাত্রা ও আন্তর্জাতিক পুরুষ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইড ফর মেন ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক। সাইকেল র‌্যালি উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবল তারকা কায়সার হামিদ। র‍্যালিতে বাংলাদেশ টুরিস্ট সাইকেলিস্ট গ্রুপের শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। দিবসের মূল আনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘ক্যাম্পাস’ পত্রিকার প্রধান সম্পাদক ড. এম হেলাল, বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফ, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম ও সংগঠনের অন্যান্য নেতারা। ঢাকা জেলার সভাপতি হাদিউজ্জামান পলকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইড ফর মেন ফাউন্ডেশন ঢাকা জেলার সহ-সভাপতি ইফতেখার হোসেন। এছাড়া অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন, ব্যারিস্টার আশরাফ, বাংলাদেশ টুরিস্ট সাইকেলিস্ট গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

পীরজাদা শহীদুল হারুন বলেন, ‘আমাদের সংবিধান কিন্তু নারী ও পুরুষের সমান অধিকাকের কথা বলা আছে কিন্তু এখন আইনের অপব্যবহার হচ্ছে। তদন্ত ছাড়া পুরুষকে গ্রেফতার বন্ধ করা এবং আইনের সংস্কার করা এখন জরুরি।’

ড. আব্দুর রাজ্জাক খান বলেন, ‘একজন নারী সব ক্ষেত্রে যেরকম সুবিধা ভোগ করে, পুরুষ তা পায় না। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান যেভাবে নারীর ক্ষমতায়নে সুযোগ দিচ্ছে, পুরুষকে সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। নারী-পুরুষের সমানাধিকার তাহলে কোথায়?’

সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখা যায় নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছেন পুরুষরা। পাশাপাশি এই আইনগুলোতে জামিন কঠিন হওয়ায় এক শ্রেণির সুবিধাবাদী নারীরা ইচ্ছে করেই এই মামলাগুলোকে পুরুষ নির্যাতন ও পুরুষকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। অজামিনযোগ্য ধারার কারণে একজন পুরুষের বিরুদ্ধে অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গ্রেফতার হচ্ছেন! বিচারের আগেই একজন পুরুষকে বানিয়ে ফেলা হচ্ছে অপরাধী। তাকে খাটতে হচ্ছে জেল। সুস্পষ্ট তদন্ত ছাড়া শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একজন পুরুষকে গ্রেফতার করা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। আমরা শিগগিরই এ আইনগুলোর সংশোধন চাই।’

আন্তর্জাতিক পুরুষ দিবস-২০২২-এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘হেলপিং ম্যান অ্যান্ড বয়েজ’।

উল্লেখ্য, আন্তর্জাতিক পুরুষ দিবস এ যারা অংশ নিয়েছিলেন সবার মধ্যেই সার্টিফিকেট ও টি-শার্ট বিরতণ করা হয়।